টেকনাফ প্রতিনিধি | https://azadbd25.blogspot.com/?m=1 টেকনাফে এক ব্যবসায়ী জিম্মি করে ১৭ লাখ টাকা ছিনিয়ে ফেরার সময় সেনাবাহিনীর হাতে গোয়েন্দা পুলিশের সাতজন সদস্য আটক হয়েছেন। বুধবার ভোরে ডিবির ওই সাত সদস্যকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের সাবরাং ত্রাণকেন্দ্রের দায়িত্বে থাকা মেজর নাজিম আহমেদ। অপহৃত ব্যবসায়ীর নাম আবদুল গফুর। তিনি কম্বলের ব্যবসা করেন। অভিযোগ ওঠে, মঙ্গলবার (২৪ আগস্ট) কক্সবাজার হোটেল আল গণির সামনে থেকে টেকনাফ পৌর সভা এলাকার বাসিন্দা ব্যবসায়ী আবদুল গফুরকে অপহরণ করে নিয়ে যায় ডিবি পুলিশের একটি দল। পরে এই ব্যবসয়ীকে একটি নির্দিষ্ট রুমে রেখে মুক্তিপণের টাকা লেনদেন করেন ডিবির এই দলটি। অপহৃত আব্দুল গফুর জানান, তারা আমার কাছ থেকে ১ কোটি টাকা দাবী করেন। অন্যথায় ক্রসফায়ারে দেয়া হবে বলে জানান। সবশেষ ১৭ লাখ টাকা মুক্তিপণে ব্যবসায়ী আব্দুল গফুরকে মাইক্রোবাসযোগে টেকনাফের মহেশখালীপাড়া নেয়া হয়। ১৭ লাখ টাকা নগদ নিয়ে মেরিন ড্রাইভে অপহৃত আবদুল গফুরকে ছেড়ে দেয়া হয়। মেজর নাজিম আহমেদ বলেন, মুক্তিপণের টাকা নিয়ে ফিরে যাওয়ার বিষয়টি তাদের জানালে...