![]() |
| কবি এ,কে,আজাদ |
লেখকঃ--এ,কে,আজাদ
একটা সুদৃশ্য স্বপ্ন আমার..
দেশ কে বুকে ধরে,
ভালোবাসার ছোঁয়ায় ভাসিয়ে দেবো অস্তিত্ব।
চেতনায় যত ঝরে রক্ত ঝরুক।
আমি নির্ভীক এক সৈনিক হতে চাই,
সততার সাথে লড়তে চাই।
অপকর্ম আছে যত এই সবুজ প্রকৃতির ভূমিতে,
আমি লড়বো সর্ব কালের শেরা সৈন্যের মত।
প্রস্তুত হলাম সৈনিক হওয়ার নব যাত্রায়...
শুরু করলাম দীর্ঘ দশ কিঃমিঃ দৌড়।
ভাবলাম এ কেমন অত্যাচার,
ছোট্ট এই গমনাগমনে কবু এক কিঃমিঃ দৌড়াইনি।
চিন্তায় আমি ব্যাধিগ্রস্থ...
আজ নতুন বুট পায়ে কত টুকু সম্ভব,
দৌড়ানো হয় দীর্ঘতম পথ।
আমি ভাবিয়া না পাই কুল....
কোথায় গেলে পাবো একটু খানি শান্তির দুল।
পায়ে পড়িলো ক্ষত,
তার উপরে যথেষ্ট শক্ত বুট।
দৌড়াতে হবে সৈন্যবলে..
অলসতা কে ছুড়ে পেলে।
একটু তম দুর্বল হলে,জলে ডুবিয়ে রৌদ্রে শুকাবে।
আমি সয়েছি অনেক তুচ্ছ ভাবে,
জাহেদ স্যার এর লাঞ্চনা।
আমি পেয়েছি আবার একটু খানি
আলতাপ স্যার এর সান্তনা।
আমি সয়েছি কত শীতের ভোরে,
জলে ডুবানো তীব্রতায়।
আমি কাঁদিয়াছি কত লুকায়ে,
লক্ষ কোটি যন্ত্রণায়।
সর্বকালে সাহস পেলাম,বড় ভাইয়ের সান্তনায়।
সর্ব শেষে সৈনিক হলাম,
প্রশিক্ষক স্যার দের যত্নতায়...।
