ট্রেনের টিকিটটে মিললো লাশের খুনি উদঘাটন গত ২৩ নভেম্বর ব্রাহ্মনবাড়িয়া সদর থানার বেতবাড়ীয়া গ্রামের ধানক্ষেতে পাওয়া যায় একটি গলা কাটা অজ্ঞাত লাশ। সংবাদ পেয়ে ছুটে আসে পুলিশ। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পাঠিয়ে দেয় হাসপাতাল মর্গে। পরিচয় উদ্ঘাটনের মতো তেমন কিছু পাওয়া যায় না লাশের সাথে। তবে পকেটে পাওয়া যায় দুটি ট্রেনের টিকেট। যাতে লেখা ছিলো হাটহাজারী থেকে চট্টগ্রাম। ছেলেটির পরনের কাপড় এবং মুখে দাড়ি থাকায় ধারণা করা হয় কোন মাদ্রাসার ছাত্র। সে ধারনা থেকেই হাটহাজারী থানাসহ সকল থানায় পাঠানো হয় লাশের ছবি ও বিবরণ। ২৭ নভেম্বর হাটহাজারী মাদ্রাসায় ছেলের খোঁজ নিতে আসেন বৃদ্ধ বাবা আব্দুল মালেক ও কলেজ পড়–য়া বোন। মাদ্রাসায় তার কোন খোঁজ না পেয়ে ছুটে যান হাটহাজারী থানায় জিডি করার উদ্দেশ্যে। থানা থেকে দেখানো হয় একটি লাশের ছবি। ছবি দেখেই সনাক্ত করেন আকবরকে। তারপর চলে আসেন ব্রাহ্মনবাড়িয়া সদর থানায়। তদন্তকারী অফিসার তাদের সাথে কথা বলে জেনে নেন সকল তথ্য। নিহত আকবর হোসেনের মোবাইল নম্বর নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তা এবং ভিকটিমের পরিবারের দেয়া তথ্যে তদন্তে নতুন মোড় নেয়। খুঁজে পাওয়া য...