সার্ক এ প্রথম নারী আনসার ব্যাটালিয়ন, ৮১৬ জন সদস্য** সদর দফতরে সফলতা দেখাচ্ছে ২৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তা ** এসএসএফ এ নারী আনসারে সফলতা এ কে আজাদ ১৩ মার্চ, ২০১৮ ইং ০০:০০ মিঃ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী হচ্ছে দেশের সর্ববৃহত্ শৃঙ্খলা বাহিনী। প্রায় ৩০ লাখ নারী এই বাহিনীর প্রশিক্ষণ নিয়ে বাহিনীর কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। যা দক্ষিণ এশিয়ায় একটি দৃষ্টান্ত। সরকারি প্রতিষ্ঠান হিসেবে আনসার ও ভিডিপি’ই প্রথম নারীর উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিয়েছে। সে ধারাবাহিকতায় আজ এ বাহিনীতে পরিচালক থেকে মাঠপর্যায়ের সকল স্তরে নারী সদস্যরা সফলতার চিহ্ন রাখছেন। বাহিনীর ৮১৬ জন সশস্ত্র নারী আনসার সদস্য যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত এসএসএফেও দক্ষতার স্বাক্ষর রেখেছেন নারী আনসার সদস্যরা। যোগ্যতা আর দক্ষতার বলে নারী আনসার সদস্যরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, র্যাব ও ডিজিএফআই’র স্পর্শকাতর ক্ষেত্রগুলোতে কাজ করছেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্র জানায়, ১৯৭৬ সালে মহিলা ভিডিপি প্লাটুন গঠনের মাধ্যমে বাহিনীতে নারী সদস্য যুক্ত করা হয়...