মোঃ আবুল কালাম আজাদ শনিবার , ১৮ আগস্ট, ২০১৮ at ৭:৫১ পূর্বাহ্ণ 43 তোমরা অনেকেই জানো যে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব দুটি। একটি ‘ঈদুল ফিতর’ অন্যটি ‘ঈদুল আযহা’। প্রতিবছর হিজরি সনের জিলহজ্ব মাসের ১০ তারিখে ‘ঈদুল আযহা’ উদযাপন করা হয়। এই দিনটা শুধু আমাদের কাছেই না , মহান আল্লাহ্র কাছেও সেরা দিন। প্রিয় নবী ( সাঃ ) বলেছেন : আল্লাহ্র নিকট দিবসসমূহের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো কুরবানির দিন , তারপর পরবর্তী তিন দিন। কুরবানি এর অর্থ হল – নৈকট্য অর্জন করা , কাছে আসা , জবাই করা , উৎসর্গ করা , শিকার করা। ইসলামি শরীয়তের পরিভাষায় , যে কাজের মাধ্যমে স্রষ্টার নৈকট্য অর্জন করা যায় তাকে কুরবানি বলা হয়। এছাড়াও নির্দিষ্ট সময়ে , নির্দিষ্ট পন্থায় , নির্দিষ্ট পশু জবাই করাকে কুরবানি বলে। আজ তোমাদেরকে কোরবানির ইতিহাস সম্পর্কে বলব। এটি প্রায় পাঁচ হাজার বছর আগেকার ঘটনা। তোমরা জানো যে , মুসলিম জাতির পিতা নবী হযরত ইব্রাহীম ( আ .) । তিনি ৮৬ বছর বয়সে পুত্র সন্তানের বাবা হন। তার নাম হযরত ইসমাঈল ( আ .) ...