(স্বাধীন আহম্মেদ)প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সম্মেলনে যোগ দিতে দুদিনের সরকারি সফরে আজ সোমবার বিকেলে অস্ট্রিয়ার ভিয়েনায় পৌঁছান। এ সময় তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।
শিরোনাম সংবাদঃ চ্যানেল - Azadbd25 onlin স্বাধীন আহম্মেদ// প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সম্মেলনে যোগ দিতে দুদিনের সরকারি সফরে আজ সোমবার বিকেলে অস্ট্রিয়ার ভিয়েনায় পৌঁছান। এ সময় তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী ভিয়েনা সফরকালে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিস্টিয়ান কের্ন এবং সে দেশের প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডার বিলেনের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অস্ট্রিয়ার ফেডারেল চ্যান্সেলারির স্টেট সেক্রেটারি মুনা দুজদার এবং অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ও ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. আবু জাফর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। পরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রাসহকারে হোটেল ইমপেরিয়ালে নিয়ে যাওয়া হয়। দুদিনের সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে আজ সকাল ৯টা ১০ মিনিটে ভিয়েনার উদ্দেশে ঢাকায় হযরত শাহজালাল আন্...