সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মে, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

(স্বাধীন আহম্মেদ)প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সম্মেলনে যোগ দিতে দুদিনের সরকারি সফরে আজ সোমবার বিকেলে অস্ট্রিয়ার ভিয়েনায় পৌঁছান। এ সময় তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

শিরোনাম সংবাদঃ  চ্যানেল - Azadbd25 onlin স্বাধীন আহম্মেদ// প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সম্মেলনে যোগ দিতে দুদিনের সরকারি সফরে আজ সোমবার বিকেলে অস্ট্রিয়ার ভিয়েনায় পৌঁছান। এ সময় তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী ভিয়েনা সফরকালে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিস্টিয়ান কের্ন  এবং সে দেশের প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডার বিলেনের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অস্ট্রিয়ার ফেডারেল চ্যান্সেলারির স্টেট সেক্রেটারি মুনা দুজদার এবং অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ও ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. আবু জাফর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। পরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রাসহকারে হোটেল ইমপেরিয়ালে নিয়ে যাওয়া হয়। দুদিনের সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে আজ সকাল ৯টা ১০ মিনিটে ভিয়েনার উদ্দেশে ঢাকায় হযরত শাহজালাল আন্...

(এ,কে,আজাদ) ২২ মে সোমবার সকাল সাড়ে ১১টায় কালিগঞ্জ উপজেলা মিলনায়তনে আনসার ও ভিডিপি’র উপজেলা সমাবেশ/১৭ অনুষ্ঠিত হয়।

(এ,কে,আজাদ) ২২ মে সোমবার সকাল সাড়ে ১১টায় কালিগঞ্জ উপজেলা মিলনায়তনে আনসার ও ভিডিপি’র উপজেলা সমাবেশ/১৭ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস। কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুব জামান, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মকবুল হোসেন, আদিতমারী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ বদিউল আলম, অবসরপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ এনতাজুল হক।  সমাবেশে স্বাগত অবক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা রেখা রায়। সমাবেশে কালিগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন হতে ২০০ জন আনসার ও ভিডিপি সদস্য- সদস্যা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে হতে ভাল কাজের পুরষ্কারস্বরুপ সেলাই মেশিন, বাইসাইকেল ও ছাতা প্রদান করা হয়।

(এ,কে,আজাদ) সহকারী জেলা কমান্ড্যান্ট স্যার মোঃ এফতেখারুল ইসলামের জেলা কমান্ড্যান্ট পদে পদোন্নতি লাভ

(এ,কে,আজাদ)  (খিলগাঁও,আনসার ও ভিডিপি সদর দপ্তর থেকে) ২১ মে, বরিবার আনসার ও ভিডিপি সদর দপ্তরে আনসার ও ভিডিপি গাইবান্ধার সহকারী জেলা কমান্ড্যান্ট স্যার মোঃ এফতেখারুল ইসলামকে পদোন্নতি পদ উপ- পরিচালক/জেলা কমান্ড্যান্ট র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন বাহিনীর নতুন মহাপরিচালক মেজর জেনারেল স্যার শেখ পাশা হাবিব উদ্দিন ও বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল স্যার মোঃ মিজানুর রহমান।  একই অনুষ্ঠানে আরো আটজন কর্মকর্তাকে সহকারী পরিচালক হতে উপ-পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। স্যার মোঃ এফতেখারুল ইসলাম ২০১৫ সালের ১৭ ডিসেম্বর গাইবান্ধা জেলায় সহকারী জেলা কমান্ড্যান্ট ও জেলা কমান্ড্যান্ট  (চলতি দায়িত্ব) হিসাবে যোগদান করেন। গাইবান্ধায় যোগদানের আগে  ঢাকা জেলায় সহকারী জেলা কমান্ড্যান্ট (ভিডিপি) হিসাবে কর্মরত ছিলেন। একনিষ্ঠা কর্মদক্ষতার কারণে তাকে ২০১৬ সালের ৩ মার্চ গাইবান্ধা জেলার পাশাপাশি কুড়িগ্রাম জেলারও অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়। চৌকস এই কর্মকর্তা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নওপাড়া গ্রামের মোঃ এহেছানুল হক এবং মোছাঃ নুরুন নাহারে কনিষ্ট ...

(স্বাধীন আহম্মেদ) অবরুদ্ধ ডিবি পুলিশকে উদ্ধার করল থানা পুলিশ কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৯ মে ২০১৭, ১৯:৪৮:৪৫ অ অ- অ+ কক্সবাজারের টেকনাফে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালাতে গিয়ে স্থানীয় জনতার হাতে অবরুদ্ধ হয়েছেন। তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ায় এ ঘটনা ঘটে। এসময় ডিবি পুলিশের মাইক্রোবাসটি ভাংচুর করে বিক্ষুব্ধ জনতা। ওই ঘটনায় পুলিশের পাঁচজন সদস্য আহত হয়েছেন বলে দাবি করে ডিবি পুলিশ। ঘটনার জড়িত সন্দেহে শামসুল আলম নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তিনি নাজির পাড়ার বাসিন্দা আবদুল হাকিমের ছেলে। এ প্রসঙ্গে কক্সবাজার জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া বলেন, বৃহস্পতিবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এক বাড়িতে (মাদক) ইয়াবা বেচাকেনা হচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে তার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। পরে জানতে পারি, যে বাড়িতে অভিযান চালানো হচ্ছে ওই বাড়ির মালিক সদর ইউনিয়নের ইউপি সদস্য এনামুল হক। এরপর বাড়ি ভেতর থেকে শোর-চিৎকার করলে লোকজন জড়ো হয়ে আমাদের ঘিরে রাখে। তাদের অনেক অনুরোধ করার পরও সরেনি, বলেন তিনি। এ...

★★★বাংলাদেশ আনসার ও ভিডিপির উন্নয়ন ব্যাংকে চাকরি★★

Ansar VDP Unnayan Bank Job Circular 2017 has been published. Ansar-VDP Unnayan Bank Job Circular is found my website http://dhakajobs24.com/ . Ansar VDP Unnayan Bank Job titles are as System Analyst and Programmer. Ansar-VDP Unnayan Bank has been published Job Circular. Ansar-VDP Unnayan Bank published two category jobs Circular System Analyst and Programmer. The information reveals that the target population of Ansar-VDP Unnayan Bank is around 11 percent of total population of Bangladesh who live below poverty line. The information gives an idea how important the role of   Ansar VDP Unnayan Bank   would be in eradication of poverty in Bangladesh. In view of the above fact, it would never be unjustified to state that Ansar-VDP Unnayan Bank has been playing a vital role in elimination of poverty in Bangladesh.  Ansar VDP Unnayan Bank Job Circular 2017 . Ansar-VDP Unnayan Bank Job Summary: ■   Job Title:   System Analyst and Programmer ■   Job Descr...

(স্বাধীন আহম্মেদ) খিলগাঁও থেকে-মা+বাবা কেন যাবে বৃদ্ধাশ্রমে।

 **স্বাধীন আহম্মেদ**মা+বাবা কেন যাবে বৃদ্ধাশ্রমে★★★★★★★★;★ রাত ১টা পেরিয়ে ঘড়ির কাঁটা টিকটিক করে ছুটে চলেছে, ট্যাবে গান চালিয়ে কানে হেডফোন সমেত গান শুনতে শুনতে ফেসবুকিং করছি। জীবনমুখী গান আমাকে প্রায়সই খুব কাছে টানে। তারই বদৌলতে হয়তো শুনছিলাম নচিকেতার গাওয়া বৃদ্ধাশ্রম গানটি। ঠিক তখনই নয়নে ধরা দিলো ঢাকা বিশ্বিবদ্যালয় থেকে অনার্স-মাষ্টার্স করা এক বৃদ্ধা এখন বৃদ্ধাশ্রমে। নিউজটি পড়তে পড়তে নয়নের বারি যেন আর সংবরণ করতে পারছিলাম না!! যদিও ইদানীং খবরের পাতা মেললেই এই রকম দু-একটি ঘটনার পদচারণা পাওয়া যেন এক নিত্য-নৈমত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবুও নিউজটি আমার হৃদয়ে এতটাই দাগ কেটে যাচ্ছে যে, বেড থেকে লাফিয়ে উঠে সুইচ চেপে লাইট অন্ করে ফ্যানের রেগ্যুলেটর মধ্যগতির করে দিয়ে সোজা-সাপ্টাভাবে ডেস্কে বসে পড়লাম। উদ্দেশ্য, জন্মদাত্রী মাকে নিয়ে আজ কিছু লিখবো। যেই ভাবা সেই কাজ, কাঁপা কাঁপা হাতে লিখছি আর ভাবছি- লেখাটি আগামীকাল (শুক্রবার) ব্লগে পোষ্ট করবো। যদিও আমার লেখনীর পরিধি খুবই স্বল্প, এক্কেবারে নতুন ধাচের।আজাদবিডি২৫.কম,  ব্লগে লেখা শুরু করেছি মাত্র ১মাস যাবৎ। ইতিমধ্যে সেখানে আমার ৩টি ল...

(এ,কে,আজাদ)-আজ মা দিবস+++প্রতিদিন মা-দিবস হওয়া উচিত।

(এ আবার কেমন মানুষ)এ,কে,আজাদ বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ  (রবিবার) পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস হিসেবে উদযাপিত হয়। মা দিবসের মূল উদ্দেশ্য, মাকে যথাযথ সম্মান দেওয়া। যে মা জন্ম দিয়েছেন, লালন-পালন করেছেন, তাকে শ্রদ্ধা দেখানোর জন্য দিবসটি পালন করা হয়। তবে শুধু একটি বিশেষ দিন নয়, মায়ের প্রতি সন্তানের ভালোবাসা প্রতি দিনের। প্রতি মুহূর্তের। মায়ের জন্য বিশেষ দিন থাকার দরকার আছে কিনা তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। কিন্তু একটি বিশেষ দিনে মাকে না হয় সবাই একটু বেশিই ভালোবাসি। যারা আজও  বলেননি, মা তোমাকে ভালোবাসি, তারা না হয় আজ  মাকে ভালোবাসার কথাটি মুখ ফুটে বলুন। ভাবছেন মা দিবসে কী দেওয়া যায় মাকে? এদিন মায়ের হাতে তুলে দিতে পারেন তার প্রিয় রঙের শাড়ি কিংবা সালোয়ার-কামিজ। উপহারের তালিকায় থাকতে পারে অর্নামেন্টস, ওয়ালেট, কফি মগ, জুতো কিংবা স্ন্যাকস ট্রে’র মতো সামগ্রী। এছাড়া মাকে চমকে দিয়ে তার প্রিয় খাবারটি নিজের হাতে রান্না করে পরিবেশন করতে পারেন। আদতে অপরিশোধ্য মাতৃঋণের বদলে মাকে ক্ষণিক...

এ,কে,আজাদ://দিনাজপুর জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট মোঃ আব্দুল মজিদ বলেছেন, আনসার ও ভিডিপি সদস্যদের জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক দ্রব্য সহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সেচ্ছার হতে হবে।

নিউজ ডেস্ক (কাহারোল, দিনাজপুর)-এ,কে,আজাদ:// দিনাজপুর জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট মোঃ আব্দুল মজিদ বলেছেন, আনসার ও ভিডিপি সদস্যদের জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক দ্রব্য সহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সেচ্ছার হতে হবে। সরকার আনসার ও ভিডিপি’র প্রতিটি সদস্যকে যথাযথ ভাবে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে সমাজ থেকে অপরাধ প্রবণতা রোধ কল্পে অগ্রণী ভূমিকা পালন করে যেতে হবে। প্রতিটি আনসার ও ভিডিপি’র সদস্যদেরকে সমাজ, দেশ ও জাতির কল্যাণে নিবেদিত ভাবে কাজ করতে হবে। তিনি ২৭ এপ্রিল’১৭ সকাল সাড়ে ১০ টার সময় কাহারোল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কাহারোল উপজেলা আনসার ও ভিডিপি অফিসের আয়োজনে উপজেলা সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে আনসার ভিডিপি সমাবেশে বিশেষ অতিথি হিসাবে ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী, কাহারোল থানা ওসি (তদন্ত) মোঃ মফিজ উদ্দীন, মুকুন্দপুর ইউ,পি চেয়ারম্যান এ,কে,এম ফারুক। সমাবেশে অন্যদের মধ্যে ...

(এ,কে,আজাদ)আনসার বাহিনীতে কম্ব্যাট পোশাকের সাথে ওয়েব বেল্ট পড়তে হবে না

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কম্ব্যাট পোশাকের সাথে ওয়েব বেল্ট পড়তে হবেনা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রহিত করন পত্রের বরাত দিয়ে পত্র জারী করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তবে কিছু কিছু ক্ষেত্রে ওয়েব বেল্ট  পরিধান করতে হবে যেমনঃ-  প্রশিক্ষণ ও আভিযানিক কর্মকান্ড পরিচালনার সময় ওয়েব বেল্ট পরিধান করতে হবে। সকল প্রকার আনুষ্ঠানিক কুচকাওয়াজের সময় ওয়েব বেল্ট পরিধান করতে হবে। অস্ত্রসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকান্ড ও গার্ড ডিউটির সময় ওয়েব বেল্ট পরিধান করতে হবে। এছাড়াও অন্যান্য প্রযোজ্য ক্ষেত্রে ওয়েব বেল্ট পরিধান করতে হবে। এ আদেশ জারীর পর থেকে কম্ব্যাট পোশাকের অন্যান্য নীতিমালা/বিধান অপরিবর্তিত থাকবে। এটি শুধু মাত্র বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কম্ব্যাট পোশাক পরিধানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এ,কে,আজাদ://আনসার স্ট্রাইকিংফোর্সের নতুন কমান্ডার স্যার সৈয়দ ইফতেহার আলী,

আনসার স্ট্রাইকিং ফোর্স (এএসএফ) এর নতুন কমান্ডার সৈয়দ ইফতেহার আলী আজ 07-05-2017 তার প্রথম দরবার গ্রহণ করলেন. দরবারে তিনি দীর্ঘ সময় নেন, দুপুর হয়ে গেছে, পেটে ক্ষুধা, তবুও কোনো এএসএফ সদস্যের চোখে-মুখে এতটুকুও ক্লান্তি পাওয়া যায়নি. বুজলাম তারা তাদের কমান্ডারকে সাদরে এবং মন থেকে গ্রহণ করেছেন. স্যার বিভিন্ন দিকের  নির্দেশনা দেন . আরো মজার বিষয় হলো তিনি যা বলেছেন তার চেয়েও বেশি সময় ধরে শুধু সদস্যদের কথা ও সমস্যাদি চিন্নিত করেছেন. যা সকল সদস্য দের মনে লেগেছে সুবাতাস.  যার দরুন ক্ষুধার কথা কারো মনেই নেই. তখন মনে হচ্ছিলো এএসএফ সদস্যরাই যেন স্যার কে উঠতে দিচ্ছেনা. কিছু ছবি দেখলে প্রাণ চাঞ্চল্যতা বোঝা যাবে. সবার মনোযোগ যেন কথার প্রতি কে কি বলবে তাই নিয়ে বেস্ত. সবার মনোযোগ দেখে আরো উদ্দমতা পাওয়া গেলো. আমি সত্যি ধন্য যেন এএসএফ এ এসে. স্যার আসলেই বিচক্ষণ কিভাবে যেন সবার মন কেড়ে নিলো বুঝতেই পারলাম না.

ছাদেকুল ইসলাম রুবেল://সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার-ভিডিপির সদস্যরা অতন্দ্র প্রহরীর ন্যায় নিরলস কাজ করে যাচ্ছে।

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি :  সমাজের তৃণমূল পর্যায়ে সামাজিক অবক্ষয় রোধে নানা সচেতনতামূলক সভা-সেমিনারসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার-ভিডিপির সদস্যরা অতন্দ্র প্রহরীর ন্যায় নিরলস কাজ করে যাচ্ছে। সরকার আনসার-ভিডিপির উন্নয়নে ব্যাংক স্থাপনসহ নানামুখি উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখেছে। দেশে সার্বিক উন্নয়নে অন্যান্য বাহিনীর ন্যায় আনসার-ভিডিপি সদস্যদেরও গুরুত্ব অপরিসীম। গত বৃহস্পতিবার উপজেলা আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ এ কথা বলেন।উপজেলা নির্বাহী তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে কিশোরগাড়ী ইউনিয়নের পলাশবাড়ী কারিগরি কলেজ হলরুমে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ডডেন্ট (ভারপ্রাপ্ত) এসএম আলাউদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আনসার মনিটরিং অফিসার ইসমাইল হোসেন, অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মন্ডল, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শওকত ওসমান, সিনিয়র কর্মকর্তা ড. আতফাব উদ্দিন, উপজেলা আ...

এ,ক,আজাদ//বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের মাসিক সভায় সভাপতির বক্ত্যব রাখছেন জনাব নির্মলেন্দু বিশ্বাস পিএএম, পরিচালক ও রেঞ্জ কমান্ডার, তিনি বিদায়ী জেলা কমান্ড্যান্ট,

আজ চট্টগ্রাম ফয়’সলেকস্থ অফিসার মেস মিলনায়তনে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের মাসিক সভায় সভাপতির বক্ত্যব রাখছেন জনাব নির্মলেন্দু বিশ্বাস পিএএম, পরিচালক ও রেঞ্জ কমান্ডার, তিনি বিদায়ী জেলা কমান্ড্যান্ট, বান্দরবান জনাব মোঃ মীর আলমগীর’কে ক্রেস্ট উপহার প্রদান করেন। রেঞ্জাধীন সকল জেলা কমান্ড্যান্ট ও ব্যাটালিয়ন অধিনায়কগণ উক্ত মাসিক সভায় উপস্থিত ছিলেন।  সাংবাদিক শহীদুল ইসলাম চৌধুরী দুলদুল, গণসংযোগ সমন্বয়কারী,রেঞ্জ সদর দপ্তর, আনসার-ভিডিপি চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ, চট্টগ্রাম।

এ,কে,আজাদ--+ এ বার এসএসির রেজাল্ট পাওয়া জাবে azadbd25.blogspot.com আজ বলবো ভাই কাল দুপুর ১২বাজার সাথে সাথেই দেখে নিন, আপনাদের ছেলে মেয়েদের রেজাল্ট??????

কি ভাই কাদছেন, আজকের দিনে কান্না SSC and Equivalent Exam Result will be Published 4 May 2017. From 2pm Results will be open for all on Website, SMS and Apps. How to Search SSC Result 2017? To Search SSC Result 2017 you can Visit Education Board Official Result Publishing Website   www.educationboardresults.gov.bd   and you can also visit archive.educationboard.gov.bd for quick Access. How to I Download or Search Full SSC Result? To Search Full SSC Result with Detailed Mark sheet you can visit   www.eboardresults.com . eboardresults is really a awesome website to Search SSC and Equivalent Exam result for any Education Board in Website. This is a New Website of Ministry of education. How to Check SSC Result in a Fasted way? To find your SSC and Equivalent Result in a fasted way you can Check your Result in a alternative option. There are lots of Alternative option to Search SSC and Dakhil Result such as IP Address, Alternative Website, Mobile Phone...

এ,কে,আজাদ"';:-বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এই আশা প্রকাশ করেন। শেখ হাসিনা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের জনগণের এবং সম্পদের নিরাপত্তা বিধানে কাজ করে যাচ্ছে। দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা ও আর্থ- সামাজিক উন্নয়নে এ বাহিনীর সদস্যরা যথাযথ দায়িত্ব পালন করে চলেছেন। তিনি বলেন, নির্বাচন, ঈদ, পূজা-পার্বণ, প্রাকৃতিক দুর্যোগ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষাসহ বিভিন্ন কার্যক্রমে জীবনের ঝুঁকি নিয়ে দক্ষতার সাথে কর্তব্য পালন করছে এ বাহিনী। আয় বৃদ্ধিমূলক কারিগরি প্রশিক্ষণ ও ঋণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাণীতে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে গিয়ে বাহিনীর হতাহত সদস্য এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের...