সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুন, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

স্বাধীন আহম্মেদ♠একবার পড়লে আপনি★ বড় বড় ডিগ্রিধারীরাও অমানুষ হয়

আসসালামুয়ালাইকুম আমি এ,কে,আজাদ★আজ আপনাদের জন্য নিয়ে এসেছুি আমার কালজয়ী অপণ্যাস থেকে,/(এ আবার কেমন মানুষের খন্ড কালিন আলোচনা, এ আবার কেমন শিক্ষিতো।? আমি এ,কে,আজাদ আজকাল আমাদের সমাজে নানা রকমের পণ্য কিনতে পাওয়া যায়। রকমারি এসব পণ্যের সাথে নানা কিছু বিনামূল্যেও দেয়া হয়। ফলে পন্যের পসার কতোটা বাড়ে জানি না- তবে বিনামূল্যের বিচরণে বিনা মানে নানা কিছু ঢুকে পড়ছে আমাদের প্রতিদিনের জীবনে। সে ঢুকুক! আপত্তি নেই। অনেকেরই হয়তো আপত্তি আছে, থাকবেও- কারণ গণতান্ত্রিক দেশে ভিন্ন মত থাকতেই পারে এবং তা প্রকাশেও কোনো বাধা দেখি না। কিন্তু এ পণ্যের সমাহারে একটা বিষয় বেশ খটকা ঘটছে। এতোদিন বিষয়টা নিয়ে নানা জনে নানা কথা বলেছেন, কেউ কেউ বিষয়টি নিয়ে অনেক সেমিনার সিম্পোজিয়াম করেছেন। কিন্তু কোনো লাভ হয়নি। উল্টো অনেককেই বিষয়গুলো নিয়ে নানা রকম বাজে মন্তব্য করেছি। কিন্তু এবার সলতে পুড়ে নিজের শরীরে আগুন লাগছে। বার্ন ইউনিটের ডাক্তার জানিয়েছেন- পুড়ে গেছে অধিকাংশ অঞ্চল, তবুও আমাদের হুঁশ হয়েনি। কারণ যা পুড়েছে তার পুরোটাই আমাদের বিবেক; বিবেক পুড়লে আমাদের তো কোনো ক্ষতি নেই। কিন্তু এখনো যদি সচেতন না হোন- তবে কিন্তু...

(স্বাধীন আহম্মেদ) ঈদে মহাসড়কসহ যেকোনো কাজ করার জন্য আনসার বাহিনী প্রস্তুুত

স্বাধীন আহম্মেদ;  ভিডিওটি দেখতে লিংকে ক্লিক করুন https://m.facebook.com/story.php?story_fbid=1529654233772434&id=1055201087884420 ঈদে মহাসড়কে কাজ করতে প্রস্তুত আনসার গাজীপুর প্রতিনিধি;স্বাধীন আহম্মেদ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন বলেছেন, ঈদে মহাসড়কে যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা বা স্বতন্ত্রভাবে কাজ করার জন্য তাঁর বাহিনীর সব রকমের প্রস্তুতি রয়েছে। আগেও ঈদ, পূজাসহ বিভিন্ন উপলক্ষে আনসার বাহিনী মোতায়েন ছিল। এ ছাড়া সরকার প্রদত্ত যেকোনো দায়িত্ব পালনে তারা প্রস্তুত। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে গতকাল বৃহস্পতিবার সকালে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণের (পুরুষ তৃতীয় ধাপ) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাহিনীর ১ হাজার ৪৬০ সদস্য ১০ সপ্তাহ মেয়াদি সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই মহাপরিচালক প্যারেড পরিদর্শন করেন। তিনি আনসার সদস্যদের উদ্দেশে বলেন, প্রশিক্ষণলব্ধ...

(স্বাধীন আহম্মেদ) মহাসড়ক সহ দেশের জন্য সরকারের যে কোনো কাজ করতে প্রস্তুত আছে বাংলাদেশ আনসার বাহিনী।

স্বাধীন আহম্মেদ;  ভিডিওটি দেখতে লিংকে ক্লিক করুন https://m.facebook.com/story.php?story_fbid=1529654233772434&id=1055201087884420 ঈদে মহাসড়কে কাজ করতে প্রস্তুত আনসার গাজীপুর প্রতিনিধি;স্বাধীন আহম্মেদ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন বলেছেন, ঈদে মহাসড়কে যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা বা স্বতন্ত্রভাবে কাজ করার জন্য তাঁর বাহিনীর সব রকমের প্রস্তুতি রয়েছে। আগেও ঈদ, পূজাসহ বিভিন্ন উপলক্ষে আনসার বাহিনী মোতায়েন ছিল। এ ছাড়া সরকার প্রদত্ত যেকোনো দায়িত্ব পালনে তারা প্রস্তুত। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে গতকাল বৃহস্পতিবার সকালে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণের (পুরুষ তৃতীয় ধাপ) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাহিনীর ১ হাজার ৪৬০ সদস্য ১০ সপ্তাহ মেয়াদি সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই মহাপরিচালক প্যারেড পরিদর্শন করেন। তিনি আনসার সদস্যদের উদ্দেশে বলেন, প্রশিক্ষণলব্ধ...

(এ,কে,আজাদ)★ একটি শিক্ষনিও গল্প+আপনার স্ত্রী এরকম হলে সাথে সাথেই তালাক দিয়েদিন।

(এ,কে,আজাদ) বউ এরকম হলে সাথেই তালাক দিয়েদিন। স্বামী ঘরে ঢুকতেই স্ত্রী রেগে চেঁচিয়ে উঠলেনঃ- কোথায় ছিলে আজ সারা দিন I অফিসে খবর নিয়েছি, সেখানেও যাও নি তুমি I ব্যাপারটা কি শুনি? স্বামী তোতলাতে তোতলাতে বলছেনঃ- মানে ... স্বামীর মুখের কথা কেড়ে নিয়ে স্ত্রী আবার চেঁচিয়ে উঠলেনঃ- কোথায় গিয়েছিলে, বলছো না কেন? আর এই নোংরা বাস্ক আর কাপড়ের পোটলা কোথা থেকে উঠিয়ে নিয়ে এসেছ? স্বামী কোন মতে সাহস সঞ্চয় করে বললেনঃ- আমি মাকে আনতে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম I আগুনে যেন পেট্রোল পড়ল I স্ত্রী ঝাঁজিয়ে উঠে বললেনঃ- কি ই ই ই ই ই ই? কি বললে? তোমার মাকে এখানে নিয়ে এসেছ? তোমার লজ্জা নেই ? তোমার ভাইয়ের কাছে ওনার কি অসুবিধা হচ্ছিল? স্ত্রী রাগে এমন আচ্ছন্ন ছিলেন যে পাশেই সাদা শাড়িতে মুখ ঢেকে এক বৃদ্ধা যে চোখের জল রোধ করার চেষ্টা করছেন, সেটা খেয়ালই করছেন না! স্বামী বলছেনঃ- ওনাকে আমার ভাইয়ের কাছে রাখা যাবে না I স্ত্রীর চোখে আগুন জ্বলে উঠলঃ- কেন? এখানে কুবেরের ভান্ডার আছে নাকি? তোমার সাত হাজার টাকা মাইনে দিয়ে বাচ্চার পড়াশুনার খরচ বয়ে পুরোটা সংসার আমি কিভাবে চালাচ্ছি, সেটা একমাত্র আমিই জানি! স্ত্রীর কণ্...

এ,কে,আজাদ★(উৎসব ভাতা)হিল আনসার বিভিন্ন সংস্থায় অংগীভুক্ত আনসারদের উৎসব ভাতা /বিশেষ ভাতা পু্র্ননির্ধারন

হিল আনসার ও অঙ্গীভূত আনসারদে উৎসব ভাতা অনুমোদন। হিল আনসার সদস্যদে জন্য ১০,০০০/- এবং অঙ্গীভূত আনসার সদস্যগন ৩০ দিনের দৈনিক ভাতার সমপরিমাণ অথবা ১০,০০০/- যা কম হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহন

মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, এসজিপি, এএফ মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি গত ২৪ মে ২০১৭ তারিখেবাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। মেজর জেনারেল পাশা ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারী তারিখে মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদানের পূর্বে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর, সেনানিবাসে দায়িত্বরত ছিলেন। মেজর জেনারেল পাশা ১৯৬৭ সালের ২০ নভেম্বর তারিখে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। ফৌজদারহাট ক্যাডেট কলেজে অধ্যয়ন শেষে তিনি ১৬তম বিএমএ লং কোর্সে অংশগ্রহণ করে ১৯৮৭ সালের ২৬ জুন কমিশনপ্রাপ্ত হন। কুমিল্লা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় স্থান লাভের স্বীকৃত স্বরূপ তাকে চ্যান্সেলরস এওয়ার্ডে ভূষিত করা হয় এবং বিএমএতে একাডেমিক বিষয়ে কোর্সে সর্বোত্তম ফলাফলের জন্য তিনি ওসমানী স্বর্ণপদক লাভ করেন। কমিশনের পর বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরের ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারিতে তিনি কর্মজীবন শুরু করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি), ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই...

(এ,কে,আজাদ)- বাংলাদেশ আনসার বাহিনীর প্রশিক্ষণ গুলো।

এ,কে,আজাদ প্র শিক্ষণ মানুষের আচরণ পরিবর্তন করে এবং সেবা পরিবেশের মান উন্নত করে। একটি প্রতিষ্ঠানের সেবা প্রদানের মান ও সক্ষমতা হলো প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যের কাজের মানের সমষ্টি। আর প্রত্যেক সদস্যের কাজের মান উন্নয়নের জন্য প্রয়োজন সময়োপযোগি প্রশিক্ষণ ব্যবস্থা। কাজেই প্রশিক্ষণ ব্যক্তির আত্মোপলব্ধি উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা সৃষ্টি করে তার ফলশ্রুতিতেই আসে ঐ প্রতিষ্ঠানের তথা দেশের উন্নয়ন। সময়ের প্রয়োজনে জননিরাপত্তা সেবা ব্যবস্থা কিংবা আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়টি বিবেচনায় রেখেই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতি বছর দেশের বিপুল সংখ্যক জনগোষ্টিকে প্রশিক্ষণ প্রদান করে আসছে। বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমি প্রতি প্রশিক্ষণ বর্ষে বাহিনীর পরি কল্পনা অনুযায়ী বিভিন্ন কোর্সে প্রায় নয়-দশ হাজার প্রশিক্ষণার্থিকে প্রশিক্ষণ করে যাচ্ছে। সে মোতাবেক ২০১৬-২০১৭ প্রশিক্ষন বর্ষে এ একাডেমিতে নিম্নবর্ণিত কোর্স সমূহ পরিচালিত হচ্ছেঃ ১.      নবনিযুক্ত সহকারী পরিচালক/সহকারী জেলা কমান্ডান্ট/ব্যাটালিয়ন উপ-অধিনায়ক (৩৪তম বিসিএস) ২.      ন...