সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ইসালামে মায়ের মর্যাদা♥♥মা♥♥ মা হলো তোমার জীবনের আলো ঁ্

আসেন আলোচনায় আসি, তুমি কেমন ছেলে তোমার মাকে তুমি গালিদেও, স্ত্রীকে পেয়ে মায়ের প্রতি অসৎআচরন কর। তুমি কী জানো ইসলামে  মাতা-পিতাকে সর্বোচ্চ অধিকার ও সম্মান দিয়েছে। ইসলামের বিধানমতে, আল্লাহ তাআলার পরেই মাতা-পিতার স্থান। এ প্রসঙ্গে মহাগ্রন্থ আল কোরআনে বলা হয়েছে, ‘তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন, তিনি ব্যতীত অন্য কারও ইবাদত না করতে এবং মাতা-পিতার সঙ্গে সদ্ব্যবহার করতে। তাঁদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাঁদের উফ্ (বিরক্তিও অবজ্ঞামূলক কথা) বলবে না এবং তাঁদের ধমক দেবে না; তাঁদের সঙ্গে সম্মানসূচক কথা বলবে। মমতাবশে তাঁদের প্রতি নম্রতার ডানা প্রসারিত করো এবং বলো, “হে আমার প্রতিপালক! তাঁদের প্রতি দয়া করো, যেভাবে শৈশবে তাঁরা আমাকে প্রতিপালন করেছেন।”’ (সুরা-১৭ ইসরা-বনি ইসরাইল, আয়াত: ২৩-২৪)। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্যত্র ঘোষণা করেন, ‘আমি তো মানুষকে তার পিতা-মাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। জননী সন্তানকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেন এবং তার দুধ ছাড়ানো হয় দুই বছরে; সুতরাং আমার (আল্লাহর) প্রতি এবং তোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও। প্রত্যাবর্তন তো আমারই ক...

এক নজরে দেখেনিন এবার বাংলাদেশ আনসার আনসার বাহিনীর বীরত্বপূর্ণ / সাহসিকতাপূর্ণ /এবং দৃষ্টান্তপূর্ণ / প্রশংসনীয় কাজের জন্য যারা পেলেন পদক গুলো।

মো: আবুল কালাম। এক নজরে দেখেনিন এবার বাংলাদেশ আনসার আনসার বাহিনীর বীরত্বপূর্ণ / সাহসিকতাপূর্ণ /এবং দৃষ্টান্তপূর্ণ / প্রশংসনীয় কাজের জন্য যারা পেলেন  পদক গুলো। সরাসরিভাবে ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন-  https://youtu.be/bsVkq09sZDE

♥নিয়োগ বিজ্ঞপ্তি ♥ ২য় ধাপ সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণে সরাসরি আবেদনের সহায়ক।

Ansar & VDP সাধারন আনসার Active Circular ২য় ধাপ সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ আবেদন করুন স্বাগতম ! সাধারণ আনসার প্রশিক্ষণার্থি হিসেবে আবেদন করার পূর্বে নীচের নিয়মাবলী আগে পড়ুনঃ ১। সর্বপ্রথম "আবেদন করুন" বাটন এ ক্লিক করুন। ২। প্রশিক্ষণার্থি হিসেবে আবেদনের  শর্তাবলী পড়ুন এবং টিক্ চিহ্ন দিন। ৩। টিক চিহ্ন দিতেই আপনার মোবাইল নম্বরটি প্রদান এর ঘর আসবে এবং সেখানে আপনার মোবাইল নম্বর দিন। একবার আবেদনের জন্য একটি মোবাইল নম্বর শুধু একবারই ব্যবহার করতে পারবেন। অবশ্য নিজের মোবাইল নম্বরটি দিন। একজন প্রার্থি একাধিকবার আবেদন করবেন না। ৪। মোবাইল নম্বর দেওয়ার পর আপনাকে আবেদনের জন্য নির্ধারিত ২০০ টাকা ফি পরিশোধ করতে হবে।  আপনি যেভাবে  ফি পরিশোধ করতে  চান যেমন "বিকাশ" অথবা "অন্যান্য(ডেবিট/ক্রেডিট কার্ড)" সেই বাটন এ ক্লিক করুন এবং ফি পরিশোধ করুন। বিকাশ এ পেমেন্ট এর ট্রান্সাকশন আইডি(Transaction ID) টি  সঠিক ভাবে টাইপ করে প্রদান করুন। ৫। পেমেন্ট টি সফল হবার কিছু সময় এর মধ্যে আপনার দেওয়া মোবাইল নম্বরে আপনার আপ্ল...