লাইক শেয়ার সাবস্ক্রইব করুন https://facebook.com/bdansarbahini/ এ,কে,আজাদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ইস্যুতে গুরুত্ব পাচ্ছে আনসার বাহিনী। নির্বাচনের প্রস্তুতি হিসেবে এই বাহিনীর জন্য পোশাক ও সরঞ্জাম কেনার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। কারণ নির্বাচনের দিন সারা দেশের ৪০ হাজার ভোট কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত রাখতে হবে এই বাহিনীর প্রায় সাড়ে চার লাখ সদস্যকে। এই কর্মযজ্ঞের ব্যয় মেটাতে বাহিনীটির পক্ষ থেকে আগামী বাজেটে ১ হাজার ৬০৮ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। আর এই বরাদ্দ অনুমোদনের পক্ষে সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য। জানতে চাইলে অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান যুগান্তরকে বলেন, ‘আসন্ন বাজেট হচ্ছে নির্বাচনী বাজেট। আইনশৃঙ্খলা খাতকে অবশ্যই অগ্রাধিকার দেয়া হবে। জনগণকে নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের। তাই নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগই থাকছে বাজেটে।’ আগামী ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত...