>>>>>> 🎆Å
২০১৪ সালে যে সকল পিসি, এপিসি এবং আনসার অ-অংগীভূত হয়েছিল তারা জেলায় প্রেরিত প্যানেল ডকুমেন্ট অনুসারে অংগীভূত হয়েছিল। সে সময় মোবাইল ফোনে অফার যাওয়া শুরু হয়নি। ২০১৪ সালে অংগীভূত পিসি, এপিসি ও আনসারগণ ২০১৭ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে নিয়মিতভাবে দেশের বিভিন্ন গার্ড হতে মেয়াদান্তে অ-অঙ্গীভূত হয়ে প্যানেলে এসেছে এবং আসছে। কিন্তু লক্ষণীয়ভাবে দেখা যাচ্ছে যে, প্যানেলে আসা এবং সদ্য অফার পাওয়া এ সময়ের অনেক পিসি, এপিসি এবং আনসারের মোবাইল নম্বরটি সঠিক নেই। পরীক্ষামূলকভাবে ফোন করে দেখা যাচ্ছে অনেকের মোবাইল নম্বরই সঠিক নয়। ফোন নম্বরটি অন্যের অথবা অচল। যে কারণে অফার যাওয়া সত্বেও তারা বুঝতে পারছে না যে তার আইডিতে অফার যাচ্ছে কিনা। ইতিমধ্যে বেশ কিছু আইডি 'তিনবার অফার প্রত্যাখ্যান' জনিত কারণে ব্লকড হয়ে গেছে এবং প্রতিদিনই হচ্ছে। তারা কিন্তু সবাই চাকুরী প্রত্যাশী । তাই এ রকম সবার জন্য পরামর্শ হচ্ছে নিজের মোবাইল নম্বরটা সিস্টেমে ঠিক আছে কিনা তা পরীক্ষা করে নেওয়া।
কি ভাবে পরীক্ষা করবেঃ
ক. যে নম্বরটি একখ ব্যবহার হচ্ছে সে নম্বর থেকে Message option এ গিয়ে S লিখে একটি স্পেস দিয়ে নিজ আইডির শেষ পাঁচ সংখ্যা ইংরেজিতে লিখতে হবে। তার পর তা 6969 নম্বরে পাঠাতে হবে।
খ. ফিরতি মেসেজে যদি আসে, rest, offered, paneled, embodied, block for offer, block, free বা not verified , তবে বুঝতে হবে সিস্টেমে মোবাইল নম্বরটি সঠিক আছে।
গ. উপরের মেসেজ ছাড়া যদি অন্য কোন মেসেজ আসে তাহলে বুঝতে হবে নম্বরটি ঠিক নেই।
ঘ. যদি নম্বর ঠিক না থাকে তবে তা ঠিক করার উপায় আছে। একটি নিজ নামে রেজিস্ট্রেশনকৃত যে কোন মোবাইল নম্বর, স্মার্টকার্ড ও জাতীয় পরিচয় পত্র সদর দপ্তর সেবা কেন্দ্রে আসলে তাৎক্ষনিকভাবে তা ঠিক করে নেওয়া যাবে এবং খুব শিঘ্রিই আবার অফার মেসেজ পাওয়া যাবে। ভূল নম্বরে মেসেজ গেলেও নম্বর ঠিক করার পর সর্বশেষ মেসেজটি ফিরিয়ে দেওয়া যাবে (যদি সাত দিনের মধ্যের মেসেজ হয়)।
ঙ. block for offer স্ট্যাটাসে থাকলে সাত দিনের মধ্যে সেবা কেন্দ্রে আসলে সর্বশেষ অফারটি ফিরিয়ে দেওয়া যাবে। সাতদিনের পরে আসলে প্যানেলের অন্তর্ভূক্ত করা যাবে।
চ. block, free বা not verified স্ট্যাটাসে থাকলে উপযুক্ত তথ্য প্রমাণাদি ও শর্ত সাপেক্ষে কিছু কিছু ক্ষেত্রে উক্ত স্ট্যাটাস থেকে অবমূক্ত করে প্যানেলে দেওয়া যাবে।
সকল আনসারের নিজ মোবাইল নম্বরটি অফার মেসেজ পাওয়ার উপযোগি আছে কিনা তা যাচাই করা জরুরী। এই পোষ্টটি সবার জন্য অতীব গুরুত্বপূর্ণ। তাই নিজে জানুন অন্যকেও জানান। সবাই সবার উপকারটুকু করুন।
সবার জন্য শুভকামনা।
---------
আইসিটি এ্যডমিন
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর।
সেবাকেন্দ্র ফোনঃ ০১৭৬০৮৮৮৮৮৮.
♥♥♥π♥♥♥πππ♥♥πππππ♥♥♥♥ππ♥♥ππππ
এ,কে,আজাদ
আপনারা সহজগিতা করুন, পেজটিতে লাইক, শেয়ার কমেন্ট করে সকল ভাইদের সেবা গ্রহন করা সুযোগ করে দিন। \
https://m.facebook.com/bdansarbaini/