এ,কে,আজাদ-//মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন স্যার কে,বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার
ইত্তেফাক রিপোর্ট ৩০ এপ্রিল, ২০১৭ ইং ২০:১৯ মিঃ মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিনকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এই সেনা কর্মকর্তাকে প্রেষণে তৃণমূল এই বাহিনীর মহাপরিচালক নিয়োগ দিতে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে রবিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্যদিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মেজর জেনারেল মিজানুর রহমান খানকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি স্বশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। সারাদেশে ৬০ লাখেরও বেশি কর্মী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত রয়েছে। এই বাহিনীর সদস্যরা দেশের আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি বিভিন্ন কেপিআই, সরকারি ও বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষা, জাতীয় ও উপ-নির্বাচন, ঈদ, পূজা, বড়দিন, নববর্ষে নিরাপত্তা দেওয়া ছাড়াও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করেন। ১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি আনসার ও ভিডিপি গঠনের পর ১৯৭৬ সালে প্রথম আনসার ব্যাটালিয়ন গঠিত হয়। বর্তমানে এই বাহিনীর দুইটি মহিলা ব্যাটালিয়নসহ ৩৯টি ব্যাটালিয়ন রয়েছে।