সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

এপ্রিল, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এ,কে,আজাদ-//মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন স্যার কে,বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার

ইত্তেফাক রিপোর্ট ৩০ এপ্রিল, ২০১৭ ইং ২০:১৯ মিঃ মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিনকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এই সেনা কর্মকর্তাকে প্রেষণে তৃণমূল এই বাহিনীর মহাপরিচালক নিয়োগ দিতে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে রবিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্যদিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মেজর জেনারেল মিজানুর রহমান খানকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি স্বশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। সারাদেশে ৬০ লাখেরও বেশি কর্মী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত রয়েছে। এই বাহিনীর সদস্যরা দেশের আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি বিভিন্ন কেপিআই, সরকারি ও বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষা, জাতীয় ও উপ-নির্বাচন, ঈদ, পূজা, বড়দিন, নববর্ষে নিরাপত্তা দেওয়া ছাড়াও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করেন। ১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি আনসার ও ভিডিপি গঠনের পর ১৯৭৬ সালে প্রথম আনসার ব্যাটালিয়ন গঠিত হয়। বর্তমানে এই বাহিনীর দুইটি মহিলা ব্যাটালিয়নসহ ৩৯টি ব্যাটালিয়ন রয়েছে। 

এ,কে,আজাদ///একটি সাহসিকতাপূর্ণ যোদ্ধা আনসার বাহিনীর স্ট্রই কিং ফোর্স কমান্ডো মেহেদী হাসান স্যারের সফলতা

এ,কে,আজাদ---/ ঢাকা, 14 ফেব্রুয়ারি 2017 - এই বছরের জন্য অসামান্য সেবা ও সাহসিকতার জন্য রাষ্ট্রপতি আনসার পদক (পাম) আনসার ব্যাটালিয়নের জেলা কমান্ড্যান্ট ও কমরেডের 25 আনসার ব্যাটালিয়নের সদস্য মো। মেহেদী হাসান স্যারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ আনসার ও ভিডিপি'র উপ-পরিচালক ড। 2011 সালে গাজীপুরের আনসার-ভিডিপি একাডেমিতে 37 তম জাতীয় সমাবেশে পিএম এবং বাংলাদেশ আনসার মেডেল (বিএএম) সহ 12 ফেব্রুয়ারি 2005 সালে আনসার আস্যাসিস্ট জেলার কমার্স্যান্ড্যান্টে যোগদান করে25 তম ব্যাচ বিসিএস ক্যাডার। মেহেদী হাসান স্যার, এখন রাজধানীর আনসার স্ট্রাইকিং ফোর্স ভারপ্রাপ্ত কমান্ডার হিসাবে ভাটারায়ার তিনি পাঁচটি ব্যাটালিয়ন ও দুটি জেলা কমান্ড দিয়ে দায়িত্ব পালন করেন এবং আনসার-ভিডিএক্যাডেমিতে পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানে প্রশিক্ষক হিসেবে উপ-েপরিচালক ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। মেহেদী হাসান স্যার 2008 সালের আগে তিন বছর ধরে প্রাইম মিনিস্টার অফিসে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সাথে কাজ করেন।

এ,কে,আজাদ:/হয়তো আর ফিরে আসবো না

লেখক// এ,কে,আজাদ,"(এ আবার কেমন মানুষ) জানি,পৃথিবীর সব কোলাহল ছেড়ে একদিন চলেই যাবো দূর বহুদূরে, আমিতো বেশি হয়েছি পৃথিবীর বুকে আমিত হিংসে করিনি কার সুখে। দিয়েছি সবার মনে কষ্ট যন্ত্রনা, তাই তো আর কনদিন ফিরে আর আসবো না, প্রাণ খুলে হাসবো না, নিঃশেষ হয়ে যাবো চিরতরে। একদিন চলে যাবো সবকিছু ছেড়ে। জানি, সেদিন আমায় কেউ রাখবে না মনে ভুলে যাবে আমার কথা খুব গোপণে দূর হতে দেখবো সেদিন অলক্ষ্যে দাঁড়িয়ে বর্ণিল স্মৃতিগুলো গেছে অতীতে হারিয়ে। ব্যস্তময় নির্মম বাস্তবতার ভীড়ে জানি, হারিয়ে যাবো আমি চিরতরে। হয়তো, থাকবো না সেদিন বন্ধুদের আড্ডায় কিংবা স্বজনদের পারিবারিক আলাপচারিতায় হয়তো, আমার ছবি দেয়ালের কোণে পাবে শোভা বছর পার হতেই বড়জোর একটা স্মরণ সভা। তারপর, আমি আর নেই তোমাদের ভীড়ে হারিয়ে যাবো মন থেকে চিরতরে। মন্তব্য যোগ করুন

এ,কে,আজাদ/শোক-সংবাদ_শোক-সংবাদ::চট্টগ্রাম জেলার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ের হিসাব রক্ষকের মৃত্যু।

#শোক_সংবাদ.............. চট্টগ্রাম জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ের হিসাব রক্ষক জনাব মোহাঃ মুজিবুল হক আর নেই.............. আজ অদ্য ২৯/০৪/২০১৭ খ্রীঃ অনুমানিক ৬.২০ মিনিটের সময় চট্টগ্রাম মেডিকেল সেন্টারে চিকিৎধীন অবস্থায় মারা যান। (ইন্নালিল্লাহে.........রাজেউন) আমরা গভীর ভাবে শোকাহত!!! আমরা সকলে তাহার রুহু মাগফিরাতের জন্য দোয়া করছি............ আমিন।

(এ,ক,আজাদ)-চট্টগ্রামবিভাগে বাংলাদেশ আনসারও ভিডিপির উন্নয়ন মুলক সভা

এ,কে,আজাদ:/- গত ১০ এপ্রিল ২০১৭ খ্রিঃ তারিখে চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের “বিভাগীয় সমাবেশ-২০১৭” এ প্রধান অতিথি’র আসন অলংকৃত করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাননীয় মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি চট্টগ্রাম, জনাব এসএম মনির উজ জামান, বিপিএম, পিপিএম, জনাব এ কে এম মিজানুর রহমান, বিএএমএস, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) বাংলাদেশ আনসার ও ভিডিপি । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব নির্মলেন্দু বিশ্বাস, পিএএম, রেঞ্জ কমান্ডার, বাংলাদেশ আনসার ও ভিডিপি, চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ । গত ১০ এপ্রিল ২০১৭ খ্রিঃ তারিখে চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের “বিভাগীয় সমাবেশ-২০১৭” এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনসার ভিডিপি সদস্য- সদস্যাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাননীয় মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি

(এ,ক,আজাদ)এক মুসলিম আর এক মুসলিমের প্রতি ক্ষমা-./?

মো:আবুল কালাম আজাদ:// হযরত ওমর (রাঃ) এর শাসন আমল। একদিন দু’জন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসল তাঁর দরবারে। ওমর (রাঃ) তাদের কাছে জানতে চাইলেন যে, ‘ব্যাপার কি, কেন তোমরা একে এভাবে টেনে এনেছ ?’ তারা বলল, ‘এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে।’ ওমর (রাঃ) বালকটিকে বললেন, ‘তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ?’ বালকটি বলল, ‘হ্যাঁ, আমি হত্যা করেছি। তবে তা ছিল দূর্ঘটনাবশতঃ । আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুড়ে মারল, যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল। যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি, পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়।’ ওমর (রাঃ) দু’ভাইকে বলেলন, ‘তোমরা কি এ বালককে ক্ষমা করবে?’ তারা বলল, ‘না, আমরা তার মৃত্যূদণ্ড চাই।’ ওমর (রাঃ) বালকটির কাছে জানতে চাইলেন, ‘তোমার কি কোন শেষ ইচ্ছা আছে?’ বালকটি বলল, ‘আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক যায়গায় লুকিয়ে রেখেছি। আমি তিন দিন সময় চাই, যাতে আমি সেই জিনিস গুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন।’...

বাংলাদেশ আনসার বাহিনীই একমাত্র সেরা বাহিনী,কেন সেরা বাহিনী এক নজরে দেখে নিন।

আনসার ও গ্রামরক্ষী বাহিনী গ্রামাঞ্চলে নিরাপত্তা ও শান্তি রক্ষায় সহায়তা দান এবং দেশের আর্থসামাজিক পুনর্গঠনের উদ্দেশ্যে গঠিত সরকার স্বীকৃত একটি স্বেচ্ছাসেবক বাহিনী। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর নতুন রাষ্ট্র ভারত ও পাকিস্তানের বিপুলসংখ্যক জনগোষ্ঠীর দেশাস্তরণের ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এমতাবস্থায় পূর্ববঙ্গ সরকার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে একটি স্বেচ্ছাসেবক বাহিনী গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে। তদনুসারে পূর্ববঙ্গ আইনসভায় আনসার আইন ১৯৪৮ পাস হয়। এর পরই আনসার বিধিমালা (১৯৪৮) নামে প্রয়োজনীয় বিধি জারি করা হয়। প্রতিষ্ঠার পর থেকে ১৯৭২ সাল পর্যন্ত আনসারদের এ সংগঠনটি জাতীয় সার্ভিস বোর্ডের নিয়ন্ত্রণে ছিল। ১৯৭৩ সালে এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আসে। ১৯৮০ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার) নামে একটি পৃথক ক্যাডার গঠন করা হয়। ১৯৪৮ সাল থেকে আনসাররা আইন-শৃঙ্খলা রক্ষাসহ স্থানীয় অবকাঠোমো নির্মাণে সম্পদ সংগ্রহের কাজেও সহায়তা করছে। পাকিস্তান আমলের প্রথমদিকে থানা ও পুলিশের সংখ্যা সীমিত হওয়ায় দেশের প্রত্যন্ত অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখ...

ঢাকা :কুমিল্লা নির্বাচনে ১৯৭২ জন আনসার বাহিনীও স্ট্রাই কিং ফোর্স

ঢাকা: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন- ২০১৭ উপলক্ষ্যে নির্বাচনী এলাকার মোট ১০৩টি কেন্দ্রের প্রত্যেকটিতে ৯জন পুরুষ ও ৫জন মহিলাসহ ১৪জন করে মোট ১৪৪২জন আনসার প্রতিটি কেন্দ্রে সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এছাড়া সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্ব পালন করার জন্য আরও অতিরিক্ত ৫৩০জন ব্যাটালিয়ান আনসার স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। অর্থাৎ মোট ১৯৭২জন সদস্য দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার উপ-মহাপরিচালক (অপরারেশন) স্টাইকিং ফোর্স (এএসএফ) সৈয়দ ইফতেহার আলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশ ক্রমে এবং উপ-মহাপরিচালক (অপরারেশন) এর তত্বাবধানে এবারের নির্বাচনে চৌকষ ব্যাটালিয়ান আনসার সদস্যেদের সমন্বয়ে গঠিত আনসার স্টাইকিং ফোর্স এর তিনটি টিম সার্বক্ষনিক মোবাইল টিম এবং কুইক রেসপন্স টিম (ওআরটি) হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয়। এর আগে তারা নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাজধানীর কূটনৈতিক এলাকায় দায়িত্ব পালন করছেন বলেও জানা গেছে। গত ২৭ মার্চ ...

বাংলাদেশ আনসার বাহিনীর চাকরী ৬বছরই স্থায়ী করা হবে।

আগামীতে ছয় বছরেই আনসার সদস্যদের চাকুরি স্থায়ী করা হবে। বর্তমানে ৯ বছরে চাকরি স্থায়ী করার বিধান রয়েছে। ওই বিধান পরিবর্তন করতে আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ব্যাটালিয়ন আনসার (সংশোধন) আইন-২০১৭ নামের একটি বিল উত্থাপন করা হয়েছে। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে এসংক্রান্ত বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। গত ৯ জানুয়ারী মন্ত্রীসভার বৈঠকে বিলটি নীতিগত অনুমোদন দেওয়া হয়। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, আনসার ও ভিডিপি সংগঠনে মোট পদের সংখ্যা ১৫ হাজার ৭৬৪টি। বিদ্যমান আইনের ৬ (ক) ধারার বিধান বলে ১৪ হাজার ৫৩২টি পদ পুরণ করা সম্ভব হয়েছে। এখনো এক হাজার ২৩২টি পদ শূন্য রয়েছে। আরো বলা হয়, আইনের ৬ (ক) ধারায় ৯ বছরে চাকরি স্থায়ী করার কথা বলা হয়েছে। কিন্তু অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দুই বছরে চাকরি স্থায়ী করার বিধান রয়েছে। এই অবস্থায় শুন্য পদ পুরণে ৬ বছরে আনসার সদস্যদের চা...

গাইবান্ধা সদর উপজেলার উপজেলা আনসার&ভিডিপির সমাবেশ/১৭

গোলাম মোস্তফা রাঙ্গা।। ২৪ এপ্রিল সোমবার সকাল ১১টায় জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র এসএম ব্যারাকের হল রুমে গাইবান্ধা সদর উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি’র সমাবেশ/১৭ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি’র রংপুর রেঞ্জ পরিচালক কাজী সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সার্কেল অ্যাডজুটান্ট ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডিপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক, আনসার- ভিডিপি উন্নয়ন ব্যাংক গাইবান্ধা শাখার ব্যবস্থাপক মোঃ হাবিবুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (পিআরএল) শাহ মোঃ আখতারুজ্জামান এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি সরকার মোঃ শহিদুজ্জামান। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ সহিদুল ইসলাম। সমাবেশে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২০০ জন আনসার-ভিডিপি সদস্য ও সদস্যা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে হতে ভাল কাজের পুরষ্...

কুরিগ্রামে বাংলাদেশ আনসার&ভিডিপির উপজেলায় সমাবেশ

গোলাম মোস্তফা রাঙ্গা।। ২৬ এপ্রিল বুধবার দুপুর ১২টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদ মিলনায়তনে আনসার ও ভিডিপি’র উপজেলা সমাবেশ/১৭ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম। রাজারহাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, ভাইস চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা ষষ্টি চন্দ্র রায়, রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোখলেসুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজারহাট কমান্ডের কমান্ডার মোঃ রজব আলী। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো নুরুজ্জামান সরকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন, উপজেলা মহিলা প্রশিক্ষিকা মোছাঃ সাজেদা খাতুন ও উপজেলা প্রশিক্ষক মোঃ আব্দুল আউয়াল, রাজারহাট উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও মনিটরিং মাঠকর্মী মোঃ ন...

আধুনিকরন করাহচ্ছে বাংলাদেশ আনসার বাহিনীকে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আনসার বাহিনীর সুযোগ-সুবিধা আরো বৃদ্ধিসহ সময়োপযোগী আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা সম্ভব এবং এ বিষয়ে কার্যক্রম অব্যাহত রয়েছে। মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য বেগম পিনু খানের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান সদস্য সংখ্যা ৬০ লাখ ৫৪ হাজার ৭০৩ জন। যার মধ্যে ব্যাটালিয়ন আনসার (স্থায়ী ও অস্থায়ী) সদস্য ১৬ হাজার ১৯৪ জন (পুরুষ ও মহিলা), স্বেচ্ছাসেবী সাধারণ আনসার সদস্য ২ লাখ ৩৩ হাজার ৩০১ জন (পুরুষ ও মহিলা), স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্য ৫৮ লাখ ১ হাজার ১০৪ জন (পুরুষ ও মহিলা) এবং স্থায়ী কর্মকর্তা-কর্মচারী ৪ হাজার ১০৪ জন। তিনি বলেন, এ বাহিনীর ১৪ জন কর্মকর্তাকে সম্প্রতি তুরস্কের জেন্ডারমারী ফোর্সের মাধ্যমে আধুনিক প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং ভবিষ্যতে আরো কর্মকর্তাকে অনুরূপ প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি আনসার বাহিনীর অস্থায়ী ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার, হিল আনসার, হিল ভিডিপি ও ...