ঢাকা: কুমিল্লা সিটি করপোরেশন
নির্বাচন- ২০১৭ উপলক্ষ্যে নির্বাচনী
এলাকার মোট ১০৩টি কেন্দ্রের
প্রত্যেকটিতে ৯জন পুরুষ ও ৫জন মহিলাসহ
১৪জন করে মোট ১৪৪২জন আনসার প্রতিটি
কেন্দ্রে সার্বক্ষণিক নিরাপত্তায়
নিয়োজিত থাকবে।
এছাড়া সার্বক্ষনিক নিরাপত্তার
দায়িত্ব পালন করার জন্য আরও
অতিরিক্ত ৫৩০জন ব্যাটালিয়ান আনসার
স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে।
অর্থাৎ মোট ১৯৭২জন সদস্য দায়িত্ব পালন
করবেন। মঙ্গলবার উপ-মহাপরিচালক
(অপরারেশন) স্টাইকিং ফোর্স (এএসএফ)
সৈয়দ ইফতেহার আলীর স্বাক্ষরিত
বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা
বাহিনীর মহাপরিচালকের নির্দেশ ক্রমে
এবং উপ-মহাপরিচালক (অপরারেশন) এর
তত্বাবধানে এবারের নির্বাচনে চৌকষ
ব্যাটালিয়ান আনসার সদস্যেদের
সমন্বয়ে গঠিত আনসার স্টাইকিং ফোর্স
এর তিনটি টিম সার্বক্ষনিক মোবাইল টিম
এবং কুইক রেসপন্স টিম (ওআরটি) হিসেবে
দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয়।
এর আগে তারা নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)
দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়া
স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাজধানীর
কূটনৈতিক এলাকায় দায়িত্ব পালন
করছেন বলেও জানা গেছে।
গত ২৭ মার্চ সোমবার সন্ধ্যা ছয়টা থেকে
২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ
(বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদস্যরা নির্বাচনী এলাকায়
অবস্থান করছে। ভোটগ্রহণের পরদিন
পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব
পালন করবেন তারা।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা
মোহাম্মদ মহসীন রেজা এই তথ্য নিশ্চিত
করেছেন। তিনি বলেন, নির্বাচনে
অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা
পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৬ প্লাটুন
বিজিবি মোতায়েন করা হয়েছে।
আগামী ৩০ মার্চ এই সিটিতে ভোট গ্রহণ
হবে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী
লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির
সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু,
জাসদের (রব) শিরিন আক্তার এবং
প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি)
সোহেবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতিবেদক: ফায়েজ, সম্পাদনা: ইয়াসিন