লেখক// এ,কে,আজাদ,"(এ আবার কেমন মানুষ)
জানি,পৃথিবীর সব কোলাহল ছেড়ে
একদিন চলেই যাবো দূর বহুদূরে,
আমিতো বেশি হয়েছি পৃথিবীর বুকে
আমিত হিংসে করিনি কার সুখে।
দিয়েছি সবার মনে কষ্ট যন্ত্রনা,
তাই তো আর কনদিন
ফিরে আর আসবো না,
প্রাণ খুলে হাসবো না,
নিঃশেষ হয়ে যাবো চিরতরে।
একদিন চলে যাবো সবকিছু ছেড়ে।
জানি, সেদিন আমায় কেউ রাখবে না মনে
ভুলে যাবে আমার কথা খুব গোপণে
দূর হতে দেখবো সেদিন অলক্ষ্যে দাঁড়িয়ে
বর্ণিল স্মৃতিগুলো গেছে অতীতে হারিয়ে।
ব্যস্তময় নির্মম বাস্তবতার ভীড়ে
জানি, হারিয়ে যাবো আমি চিরতরে।
হয়তো, থাকবো না সেদিন বন্ধুদের আড্ডায়
কিংবা স্বজনদের পারিবারিক
আলাপচারিতায়
হয়তো, আমার ছবি দেয়ালের কোণে পাবে
শোভা
বছর পার হতেই বড়জোর একটা স্মরণ সভা।
তারপর, আমি আর নেই তোমাদের ভীড়ে
হারিয়ে যাবো মন থেকে চিরতরে।
মন্তব্য যোগ করুন