এ,কে,আজাদ
হাঁস যেমন তার শরীর ঝাড়া দিয়ে , তার গায়ে লাগা সমস্ত জল ঝেড়ে ফেলে , তেমনি সংসারে কিছু মানুষ আছে , কোন কিছুই তাদের গায়ে লাগায় না , হাঁসের মত ঝাড়া দিয়ে সব
দায়িত্ব খুব সহজেই ঝেড়ে ফেলে–তার সে কর্তব্য তার মা–বাবা ভাইবোনের প্রতি হোক বা স্ত্রীর প্রতি হোক বা ছেলেমেযের প্রতি হোক বা আত্মীয় পরিজনের প্রতি হোক বা সমাজের প্রতি হোক। এরা আর যাই হোক কখনো ভালো মানুষ হতে পারে না। এরা নির্লজ্জ, স্বার্থপর গোছের মানুষ । নিজের স্বার্থ ছাড়া এরা কিছু বোঝে না। স্বার্থ হাসিলের জন্য এরা করতে পারেনা হেন কাজ নেই–এরা বই পড়ে শিক্ষিত,কিন্তু এদের চালচলন মানসিকতা কোনকিছুতেই শিক্ষার লেশমাত্র খুঁজে পাওয়া যাবে না। মা–বাবা ,ছেলেমেয়ে , ঘর–পরিবার তথা সমাজের কাছে তাদের কোন কমিটমেন্ট নেই। এরা সমাজের কীট বিশেষ। ভালোমানুষের মুখোশের আড়ালে এরা শঠ , এরা অকৃতজ্ঞ, এরা কৃতঘ্ন।এরা যেমন কাউকে কোনদিন ভালোবাসতে পারেনা । অন্যের ভালোবাসা পাবারও এদের কোন অধিকার নেই।