এ,কে,আজাদ
খানসামা উপজেলাধীন ২০১২ সালের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরবর্তী সময়ে ভোটার তালিকায় অন্তভূর্ক্ত ভোটারগণের পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র বিতরণের সময়সূচী:
১নং আলোকঝাড়ী- ১৪ অক্টোবর
২নং ভেড়ভেড়ী - ১৫ অক্টোবর
৩নং আংগারপাড়া - ১৬ অক্টোবর
৪নং খামারপাড়া - ১৭ অক্টোবর
৫নং ভাবকী - ১৮ অক্টোবর
৬ নং গোয়ালডিহি- ডেট ঠিক হয় নাই
বি:দ্র: কার্ডগুলো নিজস্ব ইউপি ভবনে নির্ধারিত তারিখে সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিতরণ করা হবে এবং কার্ড গ্রহনের সময় নিবন্ধন স্লিপ সঙ্গে আনতে হবে আর একজনের কার্ড অন্যজনকে দেয়া হবে না।কিন্তুু বিশেষ সাধারন জনতার সুবিদারন জন্য,,, নির্ধারিতো ইউপি নিজ ওয়ার্ড মেম্বারদের কাছে খানসামা উপজেলা নির্বাচন কমিশনার ইউপিতে গিয়ে বুঝিয়ে দিবে।