এ,কে,আজাদ,
বিকাশ একাউন্ট আছে তারা বিকাশ অ্যাপ ডাউনলোড করে সহজেই ৫০টাকা বোনাস নিন! এজন্য নিচের ৬টি ধাপের সবগুলো ভালোভাবে অনুসরণ করুন।
কিভাবে বিকাশ একাউন্টে ৫০ টাকা বোনাস পাবো? আগেই জানাই জানাই, বিকাশ এপপস টি আগে ব্যাবহার করেছে, তারা পাবেনা।
ধাপ ১: প্রথমে বিকাশের এই অফিসিয়াল অফার লিংকটি ভিজিট করুন এবং আপনার বিকাশ নাম্বার দিন। নিচের স্ক্রিনশট দেখুন।
পুরো পোস্ট পড়ুন এবং সবগুলো ধাপ সম্পন্ন করুন। শেষ পর্যন্ত সম্পন্ন না করলে বোনাস পাবেননা।
ধাপ ২: যদি ক্যাপচা আসে তাহলে I am not a robot লেখার পাশে ছোট বক্সে ক্লিক করুন। I agree বক্সে ঠিক চিহ্ন দিয়ে Submit এর পাশে তীর এ ক্লিক দিন।
ধাপ ৩: You Have Successfully Signed Up আসলে Google Play আইকনে ক্লিক দিয়ে বিকাশ App টি ডাউনলোড করুন। যদি আপনার আইফোন থাকে তাহলে আইফোনের জন্য অ্যাপল অ্যাপ স্টোর বাছাই করতে হবে।
ধাপ ৪: App টি ওপেন করে আপনার বিকাশ নাম্বারটি দিন।
ধাপ ৫: বিকাশ সিমটি ফোনে থাকলে অটোমেটিক একটি কোড বসে যাবে। অন্যথায় সেই সিমে এসএমএসের মাধ্যমে যে কোড যাবে সেই কোড অ্যাপে প্রবেশ করুন। পরবর্তীতে নাম, ছবি দিয়ে Next করুন।
ধাপ ৬: সবশেষে আপনার নাম্বারে বিকাশ অ্যাপ থেকে ১০টাকা মোবাইল রিচার্জ করুন। (অ্যাপ থেকে কোনো লেনদেন না করলে বোনাস পাবেননা। তাই যত তাড়াতাড়ি সম্ভব অন্তত মোবাইল রিচার্জ কিংবা ক্যাশ আউট/সেন্ড মানি করতেই হবে)।
ব্যাস, কাজ শেষ! আপনি ৫০টাকা বোনাস পাবেন ২৪ ঘন্টার মধ্যে।
আর দেরি না করে এক্ষুণি এই বিকাশ অফার পেইজটি ভিজিট করুন!